|সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads

technologyinfobd - ব্রয়লার মুরগীর ৩৫ দিনের ঔষধের তালিকা। ব্রয়লার মুরগির ঔষধের তালিকা ও ব্রয়লার মুরগির খাবার তালিকা

technologyinfobd - ব্রয়লার মুরগীর ঔষধের তালিকা


ব্রয়লার মুরগীর ১-৩৫ দিনের ঔষধের তালিকা


ব্রয়লার সেড বা খামার করার স্বপ্ন অনেকেই দেখছেন কিংবা আপনার রানিং ব্রয়লার সেড রয়েছে। যে অবস্থায় থাকুননা কেনো আপনার যথাযথ পরিচর্যা করতে হবে। সঠিক পরিচর্চায় সঠিক ঔষধ এর ব্যাবহার করতে হবে। কিন্তু আমরা যদি ঔষধের সঠিক ব্যাবহার না জানি তাহলে কিভাবে ঔষধ ব্যাবহার করবো। তাই আজকের আলোচনায় আপনাদেরকে পুরো বিষয় বুঝিয়ে দিবো কিন্তু বুঝতে হলে পুরো পোষ্টি পড়তে হবে।

ব্রয়লার শুধু একটি খামার নয় এটি একটি শিল্প। বর্তমানে হাজার হাজার শিক্ষিত বেকার লোকের কর্মসংস্থান হচ্ছে এই শিল্পে। ব্রয়লার এর মাংস অনেক সুস্বাদু ও পোষ্টিকর তাই এর চাহিদাও অনেক। অনেক ছোট থেকে বড় খামার চড়িয়ে চিটিয়ে আছে শহর থেকে গ্রামে গন্জে। সকলে খামার করেছে টিকই কিন্তু এর সঠিক পালন-পদ্বতি কেউই জানেনা। কিছু অদক্ষ ডিলার এর প্ররোচনায় খামার করে পরে ক্ষতির সম্মুখীন হয়ে খামার ছেড়ে পালিয়ে বেড়ায়। কিন্তু ব্রয়লার থেকে লাভবান হতে হলে আপনাকে এর সঠিক পালন নিশ্চিত করতে হবে। আজকে ব্রয়লার পালনের ঔষধের তালিকা নিয়ে আলোচনা করবো।


 

সূচি

ব্রয়লার / ব্রয়লার পালন / খামার বাড়ি / পোল্ট্রি মুরগীর পরিচর্চা / পোল্ট্রি খামার / পোল্ট্রি শিল্প / ব্রয়লার পালনে সঠিক পরিচর্যা / ব্রয়লার এর পরিচর্চা / ১-৩৫ দিনের ঔষধ এর তালিকা / ব্রয়লার এর ঔষধ তালিকা / খামার পরিচর্চা / ব্রয়লার মুরগির ঠান্ডার ঔষধ / ব্রয়লার মুরগির ঔষধের তালিকা / পল্টি মুরগির ঔষধের তালিকা / ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির ঔষধ / ব্রয়লার মুরগির রোগ ও প্রতিকার

 technologyinfobd - ব্রয়লার মুরগীর ৩৫ দিনের ঔষধের তালিকা। ব্রয়লার মুরগির ঔষধের তালিকা ও ব্রয়লার মুরগির খাবার তালিকা


আরও পড়ুন ঃ

ব্রয়লার বা Poultry খামার করে টাকা ইনকাম গোপন কৌশল


১-৩৫ দিন পর্যন্ত ব্রয়লার এর ঔষধের তালিকা : 


  • প্রথম ১২ ঘন্টাশুধু গ্লুকোজ এর পানি ২৪ ঘন্টা।
  • ১-৩ দিন  :    এক বেলা লাইসোভিট  /   ২ বেলা এন্টিবায়োটিক সেফা১ / রেনাকুইন / রেনামক্স সাথে টক্সিন গুপের যেকোন একটি।
  • ৪র্থ দিনপ্রিথি WS / Thaiavin পুরো দিন তথা ২৪ ঘন্টা চলবে।
  • ৫ম দিন :  ADE  সাথে রাণিক্ষেত ভেকসিন চলবে।  নিয়ম সকালে এডিই , দুপুরে সাদা পানি, রাতে ভেকসিন তাহলে কাজ করবে।
  • ৬-৭ দিন :   ক্যালপ্লেক্স বা ক্যালসিয়াম - নিয়ম হলো শুধু সকালের পানিতে ক্যালসিয়াম,  দুপুরে সাদা পানি,  রাতে ক্যালসিয়াম।
  • ৮-৯ দিন :  লিভার টনিক ও জিংক - নিয়ম হলো সকালের পানিতে লিভার টনিক,  দুপুরে জিংক,  রাতে সাদা পানি।
  • ১০ দিন :  ES ADE ও ভেকসিন গামবোর - নিয়ম হলো সকালের পানিতে এডিই,  দুপুরে সাদা পানি,  রাতে গামবোরার ভেকসিন।
  • ১১ দিন :  সাদা পানি - সকাল,  দুপুর,  রাতে সুধু সাদা পানি দিতে হবে।
  • ১২-১৫ দিন :  এমক্সিলিন ভেট - নিয়ম টানা ৩ দিন সকাল,  দুপুর ও রাত ২ লিটার পানিতে ১ মিলি ঔষধ দিতে হবে।
  • ১৬ দিন :  ES ADE ও ভেকসিন গামবোরা - নিয়ম সকালের পানিতে এডিই, দুপুরে সাদা পানি, রাতে ভেকসিন।

  • ১৭ দিন : সাদা পানি - সকাল, দুপুর, রাত সব সময় সাদা পানি দিতে হবে।
  • ১৮-২১ দিন : লিভার টনিক ও জিংক - সকালে লিভার টনিক,  দুপুরে জিংক, রাতে সাদা পানি দিবেন।
  • ২২ দিন : EDS ADE ও রাণিক্ষেত ভেকসিন - সকালে এডিই,  দুপুরে সাদা পানি,  রাতে রাণিক্ষেত এর ভেকসিন। 
  • ২৩ -২৫ দিন :  টক্সল ও ডি ভেট - নিয়ম সকালের পানিতে টক্সল, দুপুরে সাদা পানি,রাতে ডি ভেট একটানা ৩দিন।
  • ২৬-২৮ দিন :  জিংক ও ওজনের ঔষধ - নিয়ম সকালে জিংক ,  দুপুরে সাদা পানি, রাতে মুরগী সুস্থ থাকলে ওজন বাড়ানোর যেকোন প্রডাক্ট ব্যাবহার করতে পারেন টানা ৩দিন।
  • ২৯ দিন :   সিপ্রসিন - নিয়ম যদি মুরগীর রোগ এর লক্ষন দেখা যায় তাহলে সিপ্র দিবেন নয়তো সাদা পানি।
  • ৩০-৩৫ দিন :  হেমিকো পিএইস,  জিংক,  এডিই,  লিভার টনিক - নিয়ম সকলের পানিতে হেমিকো পিএইস,  দুপুরে জিংক বা স্যালাইন,  রাতে লিভার টনিক বা এডিই ইত্যাদি। 


এই ঔষধের তালিকা আপনাকে দেয়া হলো ১ দিন থেকে ৩৫ দিন পর্যন্ত আপনি কিভাবে ব্রয়লার মুরগীর যত্ন নিবেন। এই তালিকা অনুযায়ী ঔষধ ব্যাবহার করলে আশানুরূপ ফল পাবেন কারণ এটি গবেষকগন বিবেচনায় নিয়ে তালিকা করেছেন কিন্তু সময় বা সিজন বুঝে একটু কম বেশ করতে হবে। যখন আপনার সেডে রোগে আক্রমণ করবে তখন ডাঃ এর পরামর্শ নিবেন এটি ফলো করলে হবেনা। এই তালিকাটি শুধু ভালো ব্রয়লার মুরগীর জন্য প্রযোজ্য। এছাড়াও ভালো ওজন পেতে আপনি গুড় ও শিরকা ব্যাবহার করবেন আমি নিজে করি তাই বল্লাম। মাঝেমধ্যে নিমের পাতার রস খাওয়াবেন রোগবালাই কম হবে। 



ব্রয়লার মুরগির খাবার তালিকা ১-৩৫ দিন : 

  • ব্রয়লার ১-১৪ দিন পর্যন্ত ব্রয়লার স্টাটার ব্যাবহার করবেন।
  • ব্রয়লার ১৫-২৪ দিন পর্যন্ত ব্রয়লার গ্রোয়ার ব্যাবহার করবেন।
  • ব্রয়লার ২৫-৩৫ দিন পর্যন্ত ব্রয়লার ফিনিশার ব্যাবহার করবেন। তালিকা অনুযায়ী খাদ্য না খওয়ানো হলে ভালো ফলাফল পাবেন না। যে কোম্পানির বাচ্চা সেই কোম্পানির ফিড ব্যাবহার করবেন।

শেষ কথা,  আজকে আমি আপনাদেরকে পুরো ৩৫ দিনের ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির ঔষধ দিলাম। আপনারা আমার সাথে থাকবেন আগামীতে ব্রয়লার এর সফল খামারি হওয়ার অনেক তথ্য আমি আপনাদেরকে দিবো অনেক উপকৃত হবেন। আজ এ পর্যন্ত সাথে থাকবেন ধন্যবাদ

লেখক: মো: সাইফুর রহমান 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ